এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের খবর প্রকাশ করেছে বিবিসি, রয়টার্স, আল জাজিরা, আনাদোলু এজেন্সি, আনন্দবাজার, এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তা স্থান করে নেয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের হাসিনার মৃত্যুদণ্ড’ শীর্ষক শিরোনামে খবর প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দীর্ঘ বিচারের পরিপ্রেক্ষিতে গত বছর ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে মারাত্মক দমনপীড়নের নির্দেশ দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
‘ছাত্রদের ওপর দমনপীড়নের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত হাসিনা দোষী সাব্যস্ত’ শীর্ষক শিরোনাম করেছে বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সোমবার বাংলাদেশের একটি আদালত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে মারাত্মক দমনপীড়নের নির্দেশ দেওয়ার জন্য দীর্ঘ বিচারের সমাপ্তি ঘটিয়েছে আদালত। ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এ রায় এসেছে।
‘বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’ শীর্ষক শিরোনাম করেছে বিবিসি। এতে বলা হয়েছে, গত বছর বিক্ষোভে ভয়াবহ দমনপীড়নের জন্য বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল সাবেক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হাসিনার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে।
আনাদোলু এজেন্সির ব্রেকিংয়ে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনামে বলা হয়েছে, ‘মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’। এতে বলা হয়েছে, আদালত শেখ হাসিনাকে ৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে, দীর্ঘ বিচার শেষে গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে মারাত্মক দমনপীড়নের নির্দেশ দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করেছে, যার ফলে তার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল একই অভিযোগে হাসিনার দুই সহযোগী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও রায় ঘোষণা করেছে। আদালত বলেছে, তিন অভিযুক্ত একে অপরের সাথে যোগসাজশে দেশজুড়ে বিক্ষোভকারীদের হত্যা করার জন্য নৃশংসতা চালিয়েছিলেন।
‘শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইবুনাল! রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল আদালতকক্ষ’ শীর্ষক শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। এতে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনালের এ রায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে।