সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬:৪২

ইসলামী ব্যাংকে ভয়াবহ আগুন, সব পুড়ে ছাই!

ইসলামী ব্যাংকে ভয়াবহ আগুন, সব পুড়ে ছাই!

এমটিনিউজ২৪ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও আসবাবপত্র পুড়ে গেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে সিংগাইর শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যাংক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাত আড়াইটার দিকে হঠাৎ শাখায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ধোঁয়া দেখে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও জানা গেছে, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংগাইর শাখার ব্যবস্থাপক মো. রমজান আলী বলেন, রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের আগেই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়। আমাদের ধারণা, ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

সিংগাইর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট পাঠাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে