মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:৩১:৫৫

চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়া ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে সিমা-শিমলা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর গাজীরচট এলাকায় এই ঘটনা ঘটলেও, বাসে কোনো যাত্রী না থাকায় অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বাসটির পেছনের অংশ এবং আসনগুলো আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসচালক রেজাউল ইসলাম জানান, তিনি শ্রমিক পরিবহনের জন্য বাসটি নিয়ে ডিইপিজেড এলাকায় যাচ্ছিলেন। আশুলিয়া থানা এলাকা পার হওয়ার পর হঠাৎ করেই বাসের পেছনের অংশে আগুন দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের মালিক মো. সেলিমও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয় এবং শ্রমিক নেওয়ার জন্যই ডিইপিজেডের দিকে যাচ্ছিল।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে চলন্ত বাসে আগুনের খবর আসে এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে