এমটিনিউজ২৪ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই।
ইহকাল ও পরকালের একমাত্র শান্তি কুরআন। তাই ইসলামী দল হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (১৭ নভেম্বর) রাতে ঝালকাঠিতে উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াতীয়া মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাফসির মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (১২৪) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।
মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে তাফসির মাহফিলে বয়ান করেন মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফি, মাওলানা মুফতি ক্বারী মুহাম্মদ মুসা বিন কাসেমী, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী, মাওলানা মুহাম্মদ নিজামুল হক, মাওলানা মুফতি রফিকুল ইসলাম আশ্রাফী, মাওলানা মুফতি শহীদুল ইসলাম ও মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ।
প্রধান অতিথি দলীয় প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদীকে পরিচয় করিয়ে দিয়ে হাতপাখা মার্কায় ভোট চান।