বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৬:৫৪

এবার যে নতুন সিদ্ধান্ত রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে নিয়ে

এবার যে নতুন সিদ্ধান্ত রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই মাসের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার কারাবিধি অনুযায়ী ডিভিশন-১-এর বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে এবং তিনি এখন থেকে ডিভিশন-২-এর বন্দি হিসেবে বিবেচিত হবেন। এর ফলে তাকে পরতে হবে কয়েদির পোশাক এবং অন্যান্য সুবিধা সীমিত হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, সাজাপ্রাপ্ত বন্দিদের ডিভিশন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে হয়। ডিভিশন-১-এর বন্দিরা সাধারণত উচ্চ সামাজিক মর্যাদা ও বিশেষ সম্মাননায় কারাবন্দি থাকেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত হলে তাদের পুনরায় ডিভিশন-১-এর সুবিধা পাওয়া যায় না, যদি না সরকার বিশেষভাবে অনুমোদন দেয়।

তবে মামুন তার ডিভিশন সুবিধা বজায় রাখার জন্য আবেদন করতে পারবেন। সরকারের অনুমোদন পেলে তিনি ডিভিশন-২ এর বন্দি হিসেবে সুবিধা পাবেন, আর না হলে সাধারণ কয়েদির মতো আচরণ করা হবে।

কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, কারাবিধিতে তিন ধরনের ডিভিশন রয়েছে, ডিভিশন-১, ডিভিশন-২ ও ডিভিশন-৩। দেশের বিভিন্ন সামাজিক মর্যাদা, পদবি ও পুরস্কারের ভিত্তিতে বন্দিদের বিভাগ নির্ধারণ করা হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৮২ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ২৯তম পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি র‍্যাবের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে প্রায় দেড়শ’র বেশি মামলা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে