বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ০৯:১২:৩৭

সঞ্চয়পত্রসহ পাঁচ ধরনের সেবা কার্যক্রম বন্ধ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

সঞ্চয়পত্রসহ পাঁচ ধরনের সেবা কার্যক্রম বন্ধ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

এমটিনিউজ২৪ ডেস্ক : সঞ্চয়পত্রসহ পাঁচ ধরনের সেবা কার্যক্রম বন্ধ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২০ নভেম্বর কার্যদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিস হতে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ তৎসংশ্লিষ্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। 

উল্লেখ্য, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এ সকল সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে জনসাধারণকে এসব সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত সেবাসমূহ তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গ্রহণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে