রাজশাহী : রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে বোমাসহ আটক করা হয়েছে। তারা হলেন- গোপালগঞ্জের আমিনুর রহমান সুপন (৩৫), গাজীপুরের আবু সাইদ মানিক (২৮) ও নারায়ণগঞ্জের পিএম শাহীন শাহ তানিন (৫২) । এরা ৭ মার্চের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে র্যাব।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার সগুনা পূর্বপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ এর এএসপি অলক বিশ্বাস জানান।
তিনি বলেন, রাতে পূর্বপাড়া গ্রামে তিন অপরিচিত লোককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা র্যাবকে খবর দেয়। পরে ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের সঙ্গে থাকা ব্যাগে ১৬টি হাতবোমা, সাতটি পেট্রোল বোমা ও আটটি জিহাদি বই পাওয়া যায়।
অলক বিশ্বাস বলেন, আটক তিনজনই জেএমবির সদস্য। তারা ৭ মার্চের অনুষ্ঠানে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস