শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫:৪৬

হঠাৎ কেন বৈঠকে সরকারি কর্মজীবীরা? যা জানা গেল

হঠাৎ কেন বৈঠকে সরকারি কর্মজীবীরা? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন সরকারি কর্মজীবীরা। আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে দাবি আদায় ঐক্য পরিষদে থাকা ১২টি কর্মচারী সংগঠন ছাড়া আরো ডজনখানেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি আসবে বলে নিশ্চিত করেছেন একাধিক কর্মচারী নেতা।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ঐক্য পরিষদে থাকা কর্মচারী সংগঠন এবং আরো ১২-১৫টি সংগঠন এই বৈঠকে অংশ নেবে। আলোচনার পরে আমরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করব।’

জানা যায়, নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির ৫০ শতাংশের মতো কাজ শেষ করেছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে। এর পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজে এক ধাপ এগোতে চলেছে জাতীয় বেতন কমিশন। এ লক্ষ্যে আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে কমিশনের বৈঠকে বসার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে