নিউজ ডেস্ক : বিনা উসকানিতে মিরপুরে টিকিটপ্রত্যাশী টাইগার ভক্তদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। টিকেট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠলে ক্রীড়ামোদী মানুষের ওপর ‘বেপরোয়া আক্রমণ’-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে দলটি। পুলিশি আক্রমণে অসংখ্য মানুষ আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
রোববার সকালে বিএনপিরর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিকেট প্রত্যাশীদের আন্তরিকভাবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত না করে তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ ও নির্বিচারে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ যে নিষ্ঠুর আচরণ করেছে তা নজীরবিহীন।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ যে একটা অমানবিক পুলিশী রাষ্ট্র তা আবারো গতকালের ঘটনায় প্রমাণ হল। ক্ষমতার মোহে মোহাচ্ছন্ন বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার ভিত্তি হচ্ছে লাঠি ও বন্দুক, জনগণের সমর্থন নয়। আর সেজন্যই জনতার ভিড় দেখলেই ভয়ে গুলি আর লাঠি চালাতে তারা দ্বিধা করে না। জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে।’
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস