এমটিনিউজ২৪ ডেস্ক : সবশেষ ২০ নভেম্বর কমানোর পর এখন পর্যন্ত সোনার দামে আর কোনও পরিবর্তন আনেনি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৪ নভেম্বর) তাই সবশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।
গত ২০ নভেম্বর ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
সংস্থাটি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম বর্তমানে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গহনার ক্ষেত্রে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। সেইসঙ্গে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
অন্যদিকে, দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বর্তমানে বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার ২ হাজার ৬০১ টাকা।