সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৫২:৫৯

খালেদা জিয়ার জন্য যে উপহার পাঠালেন ভুটানের প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য যে উপহার পাঠালেন ভুটানের প্রধানমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তাঁর জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। বর্তমানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেরিং তোবগের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়াটি মির্জা ফখরুলের হাতে তুলে দেন। পরে তিনি তোড়াটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন নিশ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে