নিউজ ডেস্ক : জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলায় প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিএনপি। ওই বক্তব্যকে ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা ‘চরম ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক এবং রাজনৈতিক মাস্তানি’। এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে অবৈধ সরকার একদলীয় শাসনের যাত্রাপথে সব সীমানা লঙ্ঘন করল।
রিজভী বলেন, দুই মন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তা রাষ্ট্রের একটি স্বতন্ত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতার ওপর অবৈধ শাসকগোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপ।... এটি আদালত অবমাননাকর।
দুই মন্ত্রীর ওই বক্তব্য ‘ফেনীর হাজারী কালচার’ এর বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে তাদের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ, উসকানিমূলক, দূরভিসন্ধিমূলক।
তিনি বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্যে আবারো প্রমাণ হলো- ১৯৭৫ সালের একদলীয় বাকশাল তার সকল আগ্রাসী শক্তি নিয়ে পুনর্জন্ম লাভ করেছে।
রিজভী বলেন, রাষ্ট্রের সমস্ত অঙ্গের যে সমস্ত পরিচালকরা যখনই স্বাধীন সত্ত্বা নিয়ে কাজ করছেন বা কথা বলছেন, তখন তাদেরকেও সরকারের রোষাণলে পড়তে হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে তার অসংখ্য প্রমাণ আছে।
সরকারের মন্ত্রীরা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বতন্ত্র পরিচয় মুছে ফেলে রাষ্ট্রের এসব অঙ্গের উপর ‘আওয়ামী ছাপ’ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি।
একদলীয় চেতনায় আইন বিভাগকে সাজানো হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, এখন শুধু বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে না নিতে পেরে আওয়ামী লীগের নেতারা হুমকি ও ধমকের আশ্রয় নিয়েছে।
বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি ও এম এ মালেক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
শনিবার ঘাদানিকের এক আলোচনায় প্রধান বিচারপতি এস কে সিনহাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মৃত্যুদণ্ডে দণ্ডিত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি দাবি করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস