নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় অগ্নিদগ্ধ গৃহবধূ সুমাইয়াও (৪০) চলে গেলেন। রবিবার বেলা ১১টায় তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।
ডাক্তারের বরাত দিয়ে সুমাইয়ার দেবর মাহমুদ হাসান বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতে জন্ম ও মৃত্যু নিয়ে ব্যবসা করা হয়। আমাদের পরিবারে একের পর এক মৃত্যু নিয়ে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি।
তিনি বলেন, গত রাতে চিকিৎসকদের নির্দেশে ভাবীকে (সুমাইয়া) মোহাম্মদপুর সিটি হাসপাতালের আইসিউতে ঢোকানো হয়। সকালে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হলেও আইসিইউ থেকে এখনো বের করা হচ্ছে না। আমরা এ খবর পাওয়ার পর থেকেই বলছি মৃতদেহ আমাদের কাছে ফেরত দিতে।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সময় শেষ না হওয়ায় আইসিইউ থেকে বের করছেন না। কারণ তারা যতো বেশি সময় রাখতে পারবেন তারা ততো বেশি টাকা নেবেন।
শুক্রবার রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হন। দগ্ধরা হলেন- ওই পরিবারের কর্তা মো. শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া খানম (৪০), তাদের ছেলে সালিল (১৪) ও জারিফ (১০) এবং ১৪ মাস বয়সী ছেলে জারান।
অগ্নিদগ্ধের পর চিকিৎসাধীন অবস্থায় একেক করে সবাই মারা যান। তাদের মধ্যে বেছে রয়েছেন তাদের ছোট ছেলে জারিফ (১০)। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস