রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৩:৩১:৩৯

‘শেষ হাসিটা বাংলাদেশই হাসবে’

‘শেষ হাসিটা বাংলাদেশই হাসবে’

নিউজ ডেস্ক : এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে বাংলাদেশই শেষ হাসি হাসবে- এমন  আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক আইসিসি সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘কলম ও কাগজে হয়তো ভারত ফেভারিট। তবে এটা সত্যি, মাশরাফির অধীনে বাংলাদেশ এই শিরোপা জিতবে।’

মন্ত্রী বলেন, ‘ঘরের মাঠে টাইগাররা স্বাধীনভাবে খেলে। আর নিজেদের মাঠে খেলা বলেই ভয়-ডরহীন ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে দলটির। র‌্যাঙ্কিংয়ের হিসাবে খেলায় ভারত ফেভারিট হতে পারে। কিন্তু শেষ হাসিটা স্বাগতিকরাই হাসবে।’

আলাপকালে ২০১৫ বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলায় আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গ উঠে আসে। এরপর তিনি আইসিসির সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়ান। এ প্রসঙ্গে মন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করেননি।

এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি মেলবোর্নের ঘটনা ভুলে গেছি। আমি সেটি আর স্মরণও করতে চাই না। এখন বাংলাদেশের জয়ই আমার একমাত্র কাম্য।’
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে