ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ওয়ান ইলেভেন নিয়ে বেশি লাফালাফি করবেন না, করলে আপনিও কিন্তু বাদ যাবেন না।
৬ মার্চ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারাবন্দি দিবস উপলক্ষে ‘বাংলাদেশ বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ এ সভার আয়োজন করে।
সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১/১১ কুশীলবদের বিচার করতে হবে। তাহলে আপনি মঈন-ফখরুদ্দীনের বিচার করছেন না কেন? বেশি লাফালাফি করলে আপনিও (শেখ হাসিনা) বাদ যাবেন না।
এ সময় তিনি তারেক রহমান দেশের তাঁবেদার ও কর্তৃত্ববাদগোষ্ঠীর জন্য আতঙ্ক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষমতাসীন স্বৈরাচার শাসকগোষ্ঠী দেশকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র করছে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতেই হবে।
সেলিমা রহমান বলেন, আমরা ভালোভাবেই জানি, অনির্বাচিত সরকারের অধীনে ইউপি নির্বাচনে কী হবে , আর কী করতে পারেন। এরপরও গণতন্ত্রের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা আতিকুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ইয়ুথ ফোরামের সদস্য সাইদুর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম