রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৭:৫৪:৫০

দুই নৌকায় এরশাদ!

 দুই নৌকায় এরশাদ!

নীলফামারী : দুই নৌকায় পা রেখেছেন এরশাদ।  একদিকে সরকারে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত অন্যদিকে বিরোধী দলের চেয়ারম্যান।  দুই নৌকায় পা রেখে সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি সুযোগ বুঝে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি।  

রোববার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটরিয়ামে জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে এমন প্রমাণ আবারো দিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
 
এরশাদ বলেন, ক্ষমতাসীন সরকারের সফলতা অনেক আছে।  আবার ব্যর্থতাও অনেক।  তবে আজকেই


দেশে মারা গেছে ২৩ জন মানুষ।  প্রতিদিন শিশু হত্যা, মানুষ হত্যা হয় দেশে।  বন্দুকযুদ্ধে মারা যায় মানুষ।

তিনি বলেন, বন্দুকযুদ্ধে কারা মরে? কাদের হাতে বন্দুক আছে? বাংলাদেশে কার কার কাছে বন্দুক আছে? মানুষ মরে কিন্তু দায়দায়িত্ব কারো নেই।  এ অবস্থা মানুষ বেশিদিন সহ্য করতে পারে না।  মানুষ এখন মুক্তি চায়।

জাপা চেয়ারম্যান বলেন, এখন কোনো মায়ের চোখের পানি মুছিয়ে দেয়ার কেউ নেই।  মানুষ মরে পড়ে থাকে ডোবায়, রাস্তার পাশে কিন্তু কেউ প্রশ্ন করতে পারে না।  

দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, শাহজাহান চৌধুরী প্রমুখ।

সম্মেলন শেষে জাফর ইকবাল সিদ্দিকীকে সভাপতি ও শওকত চৌধুরীকে সাধারণ সম্পাদক ও শাহজাহান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে জেলা জাপার কমিটি ঘোষণা করেন এরশাদ।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে