এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ রাত ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার সুযোগ হলো।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ৪ দলীয় জোট ও পরবর্তীতে ২০ দলীয় জোটের এই নেত্রী বর্তমানে গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। এমন পরিস্থিতিতে দেশ-বিদেশের অসংখ্য মানুষের মতো আমিও মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দো'য়া করছি—আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন এবং সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরিয়ে দেন।
জামায়াতে ইসলামীর আমির লিখেন, সুস্থতা আল্লাহর এক অনন্য নিয়ামত; আল্লাহ তা’য়ালা চাইলে যেকোনো অবস্থায় সুস্থতা দান করতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তা'য়ালা তাঁর পরিবারের সম্মানিত সদস্যদেরও উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। দেশবাসীর কাছে অনুরোধ— ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারাও মজলুম এই মানুষটির সুস্থতার জন্য বিশেষ দো'য়া করবেন।