রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৮:১৮:১১

সিম নিবন্ধনে যা বললেন তারানা হালিম

সিম নিবন্ধনে যা বললেন তারানা হালিম

ঢাকা : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।  আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের অগ্রগতি ও সৃষ্ট বিভ্রান্তি সম্পর্কে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তারানা হালিম বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের যে ছাপটি নেয়া হয় সেটা একটি বাইনারি ডিজিটাল কোড।  এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহার করা যায় না।  মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধন যন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার জহুরুল হক ও মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতান জামান মোহাম্মদ সালেহ উদ্দিন, মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবিরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে আঙ্গুলের ছাপ নিয়ে ১৩ কোটিরও বেশি সিম নিবন্ধন যাচাই শুরু হয়।  এরপর বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম যাচাই করতে মোবাইল কোম্পানির কাছে আঙ্গুলের ছাপ দেয়াকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এর বিরোধিতা করছেন অনেকে।


বিটিআরসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেড় কোটির বেশি মানুষ বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম যাচাই করে নিয়েছেন।  এপ্রিলের মধ্যে এভাবে আরো ১১ কোটির বেশি সিম নিবন্ধন করতে হবে।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে