বিনোদন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারলেও তার সাক্ষাৎ হয়েছে তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে। এবং ফাতেমা তাকে জানিয়েছেন, খালেদা জিয়া নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তিনি আরও জানান, খালেদা জিয়া দু–একবার চোখ খুলে তাকাচ্ছেন। কনকচাঁপা বলেন, “আমরা সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছি। বিশ্বাস করি, এত মানুষের মধ্যে কারো না কারো দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন।” তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ যেন যেকোনো উপায়ে খালেদা জিয়াকে আরাম ও সুস্থ জীবন দান করেন।
সামাজিক মাধ্যমেও কনকচাঁপা তার অনুভূতি শেয়ার করেন। তিনি বলেন, “ম্যাডামের ভালো থাকার স্বার্থেই হাসপাতালে ভিড় করা ঠিক না—এ কথা মনে রেখে দোয়া করে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মন আর মানলো না। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার কক্ষের সামনে পর্যন্ত গেলাম।”
হাসপাতালে তার দেখা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ আরও কয়েকজনের সঙ্গে। তাদের কাছ থেকেও তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।