রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৮:৩৫:১৩

এখন আর তা হবে না : মেজর হাফিজ

এখন আর তা হবে না : মেজর হাফিজ

ঢাকা : দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, প্রধান বিচারপতিকে যেভাবে অপমান করা হয়েছে তা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি।  প্রধান বিচারপতির নিন্দা করে ও তাকে হেয় করে যারা বক্তব্য দিয়েছেন, তাদের বিচার দেখতে চায় জনগণ।  

এ সময় তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে দাবি জানিয়েছেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির অনেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হচ্ছে।

হাফিজ বলেন, যারা আন্দোলনে রাজপথে থাকেন না, কিন্তু টেলিভিশন টক শো’তে থাকেন, তারাই দলের সামনে সারিতে থাকেন।  কিন্তু এখন আর তা হবে না, রাজপথের আন্দোলনে থাকতে হবে।  তবেই শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি মিলবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহাতাব।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের মৎস্যজীবী দলের নেতা সেলিম মিয়া, হাবিবুল হক হাবিব, সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম, সাবেক ছাত্রদল নেতা নুরুল হক মোল্লা প্রমুখ।

৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে