বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৮:২৯

আসিফ মাহমুদের ভোটার হওয়া আসনে যাকে প্রার্থী করলো বিএনপি

আসিফ মাহমুদের ভোটার হওয়া আসনে যাকে প্রার্থী করলো বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রথম ধাপে ২৩৭টির পর আজ আরও ৩৬টি আসনে প্রার্থী করায় মোট ২৭৩টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেল। এর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ভোটার হওয়া এলাকা ঢাকা-১০ আসনও।

কিছুদিন আগে ঢাকা-১০ আসনের অন্তর্ভূক্ত এলাকার ভোটার হয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। প্রথম দফায় আসনটিতে প্রার্থী দেয়নি বিএনপি। তাই গুঞ্জন উঠেছিল- উপদেষ্টা আসিফ এই আসনে নির্বাচনে প্রার্থীতা করতে পারেন।

এদিকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নতুন করে ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঢাকা-১০ আসনে প্রার্থী হিসেবে শেখ রবিউল আলম রবির নাম ঘোষণা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ) এলাকা নিয়ে ঢাকা-১০ আসন। এই আসনে বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমও।

সম্প্রতি ঢাকা-১০ আসনে ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলেও ঘোষণা দিয়েছেন। তবে কোন আসনে বা কোনো দলের প্রার্থী হয়ে নির্বচন করবেন কিনা সেবিষয়ে এখন পর্যন্ত কিছু স্পষ্ট করেননি।

প্রার্থী ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে