ঢাকা : বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করছেন কিমিয়াও ফ্যান। আগামীকাল সোমবার থেকে নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে তার।
রোববার বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিমিয়াও ফ্যানের যোগদানের কথা জানানো হয়।
বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখ্য, ১৯৯১ সালে বিশ্বব্যাংকে যোগ দেয়া কিমিয়াও ফ্যান একজন চীনা নাগরিক। এর আগে তিনি ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
কিমিয়াও ফ্যান যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিকসে গবেষক হিসেবে কাজ করেন তিনি।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম