শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪:৩১

এবার আসছে টানা ৩ দিনের ছুটি

এবার আসছে টানা ৩ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : চাকরিজীবীদের কর্মব্যস্ত জীবনে ছুটি বা অবকাশ সব সময়ই কাঙ্ক্ষিত। ব্যক্তিগত কাজ ও পরিজনদের সময় দিতে সাপ্তাহিক ছুটির বাইরে সরকারি ছুটির দিকেই সবার নজর থাকে।

চলতি বছর দুই ঈদে টানা ৯ দিন ও ১০ দিনের মতো বড় ছুটি উপভোগ করার পাশাপাশি বেশ কয়েকবার টানা তিন দিন বা চার দিন ছুটি ভোগ করেছেন চাকরিজীবীরা। বছরের শেষ দিকেও রয়েছে এমন লম্বা ছুটি ভোগের সুবর্ণ সুযোগ!

২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের শেষ মাস ডিসেম্বরেও দুদিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে একটি ছুটি বৃহস্পতিবার পড়ায় টানা তিন দিন ছুটি ভোগ করতে পারবেন চাকরিজীবীরা।

বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি।

বড়দিন: ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার ছুটি হওয়ায় এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি উপভোগ করা যাবে।
 
বছরজুড়ে কঠোর পরিশ্রম শেষে এই টানা তিন দিনের লম্বা ছুটি চাকরিজীবীদের জন্য এক বিশাল স্বস্তি এনে দেবে।

বড়দিন উপলক্ষে এই অবকাশ ব্যক্তিগত কাজ গুছিয়ে নিতে, ভ্রমণের পরিকল্পনা করতে বা পরিজনদের সঙ্গে নির্ভেজাল সময় কাটাতে সাহায্য করবে। আর এই আনন্দময় লম্বা ছুটি উপভোগের পরই আমরা প্রস্তুত হব নতুন বছর ২০২৬ সালে পদার্পণ করতে। নতুন আশা, নতুন লক্ষ্য এবং আরও লম্বা ছুটির হাতছানি নিয়ে শুরু হবে কর্মজীবনের পরবর্তী অধ্যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে