শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০:৪৭

সর্বনিম্ন যত টাকা বেতন করার প্রস্তাব

সর্বনিম্ন যত টাকা বেতন করার প্রস্তাব

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলোর কর্মচারীদের মহাসমাবেশ। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তারা নবম পে–স্কেল চালুর মাধ্যমে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান। নতুন পে–স্কেল ১ জানুয়ারি থেকে কার্যকর করারও আহ্বান জানানো হয়।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি বাস্তবায়ন না হলে ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজন হলে জেলা পর্যায়ে শাটডাউন কর্মসূচিতে যাওয়া হবে।

বক্তারা জানান, সর্বশেষ পে–স্কেল কার্যকর হয়েছে ২০১৫ সালে। এরপর প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও কর্মচারীদের বেতন–ভাতা বৃদ্ধি পায়নি। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়ে গেলেও সরকার নতুন পে–স্কেল প্রণয়নে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করা হয়।

তারা প্রস্তাব করেন,  ১:৪ অনুপাতে ১২টি গ্রেড,সর্বনিম্ন বেতন স্কেল ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ বেতন স্কেল ১,৪০,০০০ টাকা নির্ধারণ করলে দীর্ঘদিনের বৈষম্য দূর হবে।

মহাসমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, দাবি আদায় ঐক্য পরিষদ, সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, উন্নয়ন পরিষদ, জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, ১১–২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি ও অন্যান্য জাতীয় সংগঠনের নেতারা।

তারা সকলেই সরকারি চাকরিজীবীদের দাবিকে ন্যায্য উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশের সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে