সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৮:৪৪

নাটোরে অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

নাটোরে অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

এমটিনিউজ২৪ ডেস্ক : নাটোরের নলডাঙ্গা উপজেলার মাশালার এলাকায় রেললাইনে ফাটল দেখা দেওয়ায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে। রেলওয়ে ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, অতিরিক্ত শীতের কারণে এই ফাটল দেখা দিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ের মেরামত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন।

জানা যায়, আজ সোমবার (৮ই ডিসেম্বর) সকালে মাশালার রেল স্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, ফাটলটি মাশালার রেলওয়ে স্টেশনের দক্ষিণে এনদুরার পাট এলাকার ৮ নম্বর লাইনে নজরে আসে।

এই বিষয়ে রেলওয়ের ট্রান্সপোর্ট ইন্সপেক্টর হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রেলওয়ের কর্মীরা দ্রুত মেরামতের কাজ করছেন। সতর্কতা হিসেবে বর্তমানে ওই লাইনে ধীরে গতিতে ট্রেন চালাচল করছে। সকাল সাড়ে ১১টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা ফাটল মেরামতের কাজ শেষ করেন। ঘটনাটি নলডাঙ্গা থানা পুলিশও পরিদর্শন করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে