এমটিনিউজ২৪ ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ম শিক্ষক নিয়োগ প্রসঙ্গে নানা আলোচনা-সমালোচনা রয়েছে। এরই মাঝে এবার বেসরকারি বিদ্যালয়ে কখন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া যাবে, কতজন শিক্ষার্থীর বিপরীতে কতজন শিক্ষক থাকবে, তা স্পষ্ট করেছে সরকার। নতুন এমপিও নীতিমালায় বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়।
নীতিমালার ১১ নম্বর ধারার ২১ উপধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে কোনো একটি ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা ততোধিক হলে সেই ধর্মের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।
এদিকে, নীতিমালার ১১.১৯ নম্বর ধারায় বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ/সমমান গ্রহণযোগ্য হবে না।