বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭:৪৮

বিয়ে করতে বিপুল টাকা দরকার? সুখবর দিচ্ছে এই ব্যাংক

বিয়ে করতে বিপুল টাকা দরকার? সুখবর দিচ্ছে এই ব্যাংক

বিয়ে মানেই খরচের এক বিশাল পরিমাণ অর্থ। ছেলেপক্ষ বা মেয়েপক্ষ যাই হোক, উভয়েরই বিয়ের সময় বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয়। বিশেষ করে আমাদের দেশে মেয়েপক্ষের খরচ বেশি হওয়ার কারণে মা-বাবারা সন্তানের বিয়ের জন্য আগে থেকেই টাকা জমানোর চিন্তায় থাকেন। সেই চিন্তা ও প্রয়োজন মেটাতে দেশের বিভিন্ন ব্যাংক এখন বিশেষ বিবাহ সঞ্চয় স্কিম চালু করেছে।

এর মধ্যে সোনালী ব্যাংকের বিবাহ সঞ্চয় স্কিম অন্যতম জনপ্রিয় একটি। এই স্কিমে ১০ বছরের জন্য মাসে মাত্র ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করা যায়। সঞ্চয়ের উপর মিলবে ৬.৫০% হার চক্রবৃদ্ধি সুদ, যা আপনার সঞ্চিত অর্থকে গুণগতভাবে বৃদ্ধি করবে।

এই স্কিমে হিসাব খোলা যায় মা-বাবা, প্রাপ্তবয়স্ক সন্তান, বা নাবালক-নাবালিকা সন্তানের নামে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি এককভাবে হিসাব খুলতে পারবেন, তবে অবশ্যই নমিনি থাকা বাধ্যতামূলক। দেশের যেকোনো সোনালী ব্যাংকের শাখায় এই হিসাব খোলা ও টাকা জমা দেওয়া যায়।

সঞ্চয় স্কিমে মাসে নির্দিষ্ট একটি কিস্তি জমা দেওয়া হয়, যা কিস্তির অঙ্ক কাটা বা পরিবর্তন করা যাবে না। যেকোনো দিনে কিস্তি জমা দেওয়ার সুবিধা থাকায় সময়ের যেকোনো চাপ ছাড়াই টাকা জমা দেওয়া সম্ভব।

এই স্কিম খোলার জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নমিনির সত্যায়িত ছবি জমা দিতে হয়। টিআইএন নম্বর প্রয়োজন হতে পারে কিছু ক্ষেত্রে।

মেয়াদ শেষ হওয়ার আগেও যদি হিসাব বন্ধ করতে হয়, তবে জমা করা টাকা ও সুদের হার হিসাব করে ফেরত দেওয়া হয়। এক বছরের মধ্যে হিসাব বন্ধ করলে মূল টাকা ফেরত পাওয়া যায়, ১ থেকে ৩ বছরের মধ্যে ৪% সরল সুদ, ৩ থেকে ৫ বছরের মধ্যে ৫% সরল সুদ, এবং ৫ থেকে ১০ বছরের মধ্যে ৬.৫% সরল সুদ পাওয়া যায়। মেয়াদ পূর্ণ হলে ৬.৫০% চক্রবৃদ্ধি হারে সুদ মিলবে।

আরো কিছু আধুনিক সুবিধাও রয়েছে, যেমন সোনালী ব্যাংকের অন্য সঞ্চয়ী হিসাব থেকে কিস্তির টাকা কাটার ব্যবস্থা এবং অগ্রিম কিস্তি জমার সুবিধা (অগ্রিম কিস্তিতে সুদ দেওয়া হয় না)।

সোনালী ব্যাংকের বিবাহ সঞ্চয় স্কিম বিয়ের জন্য সঠিক অর্থনৈতিক প্রস্তুতি নিতে চাইলে একটি নিরাপদ ও লাভজনক উপায়। দেশের অন্যান্য ব্যাংকও অনুরূপ স্কিম পরিচালনা করে থাকে, তাই সবার পক্ষে উপযুক্ত বিকল্প রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে