শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬:১২

একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই—একাত্তর আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল

একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই—একাত্তর আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই—একাত্তর আমাদের অস্তিত্ব। অথচ আজ আমি পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা, ঔদ্ধত্য দেখান তারা?’

তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল।’ গতকাল বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই—আমাদের নেতা (তারেক রহমান) খুব শিগিগরই আমাদের মধ্যে আসবেন।

আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য, আমাদের নেতার যে চিন্তাভাবনা—তা বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন সংগ্রাম-লড়াই হচ্ছে—আমাদের সংগ্রাম এই নির্বাচনে জয় লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে; কিন্তু এগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে