সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ১১:০৭:৩৩

খালেদাকে রাতে ফুল দিলেন নেতারা

খালেদাকে রাতে ফুল দিলেন নেতারা

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন পদে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ায় খালেদা জিয়াকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। আগামী তিন বছরের জন্য খালেদা জিয়া দলটিকে নেতৃত্ব দেবেন।

রবিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানান দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বপ্রথম দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বিএনপি প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর খালেদা জিয়ার নির্বাচনী এজেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এছাড়াও বিএনপি নেতাদের মধ্যে সেলিমা রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল লতিফ জনি, শামিমুর রহমান শামিম, আসাদুল করিম শাহীন, আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ নেতা-কর্মীরা পৃথক পৃথকভাবে খালেদা জিয়াকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে মহিলা দল, মনির হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল বিএনপি নেত্রীকে অভিনন্দন জানান।

চেয়ারপারসন পদে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পাশপাশি তার ছেলে তারেক রহমানও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তারেক রহমানের পক্ষে খালেদা জিয়া ফুল গ্রহণ করেন।

খালেদা জিয়া সবার অভিনন্দন গ্রহণ করে দেশবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন। এর আগেও দলটির শীর্ষ এই দুই পদে তারাই ছিলেন।

রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী অফিসে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে