রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৪০:২৯

ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়: ফারুকী

ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়: ফারুকী

এমটিনিউজ২৪ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এবার দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বার্তা দিলেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী লিখেন, জুলাইতে ওরা শত শত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। তারপর ভারতে পালিয়ে গিয়েও খুনের হুমকি দিচ্ছে, খুন করছে। ওদের ‘খুনের জুলাই’ চলমান। আর আমরা কি করছি? নির্বাচন যত ঘনিয়ে আসছে একদল আরেক দলকে আক্রমণ করছি, রেটোরিকের লড়াই চালাচ্ছি। 

মনে রাখবেন, আমাদের অনৈক্যই খুনিদের শক্তি। ফারুকী আরও বলেন, এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার। ফ্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়া তো দূরের কথা, কোনো অনুশোচনাবোধও করে নাই। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে ফারুকী বলেন, এখনই সময় সিদ্ধান্ত নেয়ার- ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়। 

তিনি আরও লিখেন, রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সঙ্গে একটু খেয়াল করিয়ে দিতে চাই- আপনারা যদি কেবল ইলেকশনকেই পুলসিরাত মনে করেন মহা ভুল করবেন। বাংলাদেশের পুলসিরাত আগামী ১০ বছরের লম্বা পথ। 

সবশেষে এ নির্মাতা ও উপদেষ্টা লিখেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী শক্তির প্রতি একটাই বার্তা- জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারও দাসত্ব করবে না। হাদি একজন না। হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে