রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৬:০০

নির্বাচনে জামায়াত একটি আসনও পাবে না: হেফাজত আমির

নির্বাচনে জামায়াত একটি আসনও পাবে না: হেফাজত আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলে একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আদর্শের সমালোচনা করে হেফাজত আমির বলেন, ‘আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না। বক্তব্যে ৮ ইসলামী দলের নির্বাচনী সমঝোতার কড়া সমালোচনা করে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে