সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১১:৪০

এবার বিশেষ বিবাহ সঞ্চয় স্কিম চালু

এবার বিশেষ বিবাহ সঞ্চয় স্কিম চালু

এমটিনিউজ২৪ ডেস্ক : বিয়ের আয়োজন এখন শুধু আনন্দের অনুষ্ঠান নয়, বরং এটি ছেলে কিংবা মেয়ে- উভয় পরিবারের আর্থিক প্রস্তুতিরও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়। তাই সঞ্চয়ের লক্ষ্য ঠিক রেখে এবং ব্যাংকের বিভিন্ন বিকল্পের সুবিধা নিলে বিয়ের জন্য আগে থেকেই অর্থ জমানো সম্ভব।

বিয়ের খরচ মেটাতে দেশের বিভিন্ন ব্যাংক এখন বিশেষ বিবাহ সঞ্চয় স্কিম চালু করেছে। বিশেষ করে নগদ অর্থের প্রয়োজন ও ভবিষ্যতের দায়িত্ব বিবেচনায় রেখে অনেক যুবক-যুবতী বিয়ের আগে সঞ্চয় স্কিমের মাধ্যমে অর্থসংগ্রহ করতে আগ্রহী হন। সঞ্চয় স্কিমের মাধ্যমে পরিকল্পিতভাবে টাকা জমানো সম্ভব, যা বিয়ের ব্যয়ভার হালকা করার পাশাপাশি আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে।

 মা–বাবার সঙ্গে প্রাপ্তবয়স্ক সন্তান অথবা নাবালক-নাবালিকা সন্তানের নামে এ হিসাব খোলা যায়। প্রাপ্তবয়স্করা এককভাবে এ হিসাব খুলতে পারেন। তবে অবশ্যই নমিনি থাকতে হবে।
 
সোনালী ব্যাংকের বিবাহ সঞ্চয় স্কিম
 
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের বিবাহ সঞ্চয় স্কিমের মেয়াদ ১০ বছর। মাসে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত এই সঞ্চয় করা যায়। ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১ হাজার, ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৬ হাজার, ৭ হাজার, ৮ হাজার, ৯ হাজার ও ১০ হাজার টাকা-প্রতি মাসে এই পরিমাণ কিস্তির যেকোনো একটি বেছে নেয়া যায়।

 বিবাহ সঞ্চয় স্কিমে সুদ পাওয়া যায় ৬ দশমিক ৫০ শতাংশ চক্রবৃদ্ধি হারে। মা–বাবার সঙ্গে প্রাপ্তবয়স্ক সন্তান অথবা নাবালক-নাবালিকা সন্তানের নামে এই হিসাব খোলা যায়। প্রাপ্তবয়স্ক ব্যক্তি এককভাবে এই হিসাব খুলতে পারবেন, তবে অবশ্যই নমিনি থাকতে হবে।
 
এই হিসাব বাংলাদেশের যেকোনো শাখায় খোলা যাবে এবং যেকোনো শাখায় টাকা জমা দেয়া যাবে। গ্রাহক চাইলে হিসাব এক শাখা থেকে আরেক শাখায় স্থানান্তর করতে পারবেন। মাসের যেকোনো দিন এই কিস্তির অর্থ জমা করা যায়।
 
প্রয়োজনীয় কাগজপত্র
 
বিবাহ সঞ্চয় স্কিমের হিসাব খুলতে সাধারণত আমানতকারীর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আবার টিআইএন প্রয়োজন লাগতে পারে। গ্রাহকের দুই কপি সত্যায়িত ছবি লাগবে। সেই সঙ্গে লাগবে নমিনির এক কপি ছবি। নমিনির ছবি গ্রাহক নিজে সত্যায়িত করবেন।
 
বিয়ের অর্থায়নের জন্য দেশের বিভিন্ন ব্যাংক ঋণও দিয়ে থাকে। সেই সঙ্গে সোনালী ব্যাংকের রয়েছে এই বিবাহ সঞ্চয় স্কিম। আরও কিছু ব্যাংকও এই বিবাহ সঞ্চয় স্কিম দিয়ে থাকে। ফলে মানুষ নিজেদের প্রয়োজনমতো যেকোনো পথ বেছে নিতে পারেন।
 
তবে সঞ্চয় শুরু করার আগে প্রথমে নিজের মাসিক আয় ও ব্যয়ের হিসাব তৈরি করা গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য রাখতে হবে, মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ ধারাবাহিকভাবে সঞ্চয় হিসেবে রাখা যেতে পারে। কারণ, সঞ্চয়ের লক্ষ্য ঠিক রেখে এবং ব্যাংকের বিভিন্ন বিকল্পের সুবিধা নিয়ে বিয়ের জন্য অর্থ জমানো অনেক সহজ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে