সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০১:১৩:৫৩

চাঞ্চল্যকর দুই শিশু হত্যা মামলা ডিবিতে

চাঞ্চল্যকর দুই শিশু হত্যা মামলা ডিবিতে

নিউজ ডেস্ক : রাজধানী বনশ্রীতে দুই শিশু হত্যাকাণ্ডের তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। রোববার রাতে থানা পুলিশের কাছ থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সর্দার।

তিনি বলেন, অধিকতর তদন্তের জন্য মামলাটির তদন্তভার রবিবার রাতে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবির পূর্ব বিভাগ টিম এ মামলার তদন্ত পরিচালনা করবে।

রাজধানী রামপুরার বনশ্রীতে ২৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে নুসরাত আমান অরণী (১২) ও আলভী আমান (৬) নামে দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের মা মাহফুজা মালেক জেসমিন জড়িত— এমনটিই দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মা মাহফুজা জিজ্ঞাসাবাদে তার দুই সন্তান হত্যার ‘স্বীকারোক্তি’ দিয়েছেন বলে র‌্যাব জানায়। এর পর গত বৃহস্পতিবার দুই শিশুর বাবা আমানুল্লাহ রামপুরা থানায় এই হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাহফুজাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে