মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ০১:২৯:১৫

আমি মারা গেলে আপনারা এমন একটা সমাবেশ করবেন: হাসনাত আব্দুল্লাহ

আমি মারা গেলে আপনারা এমন একটা সমাবেশ করবেন: হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাইয় গণঅভ্যুত্থানের পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আয়োজনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আম্মার।

সমাবেশে আম্মারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যিনি আবেগময়ভাবে বলেন, “আমি মারা গেলে আপনারা এমন সমাবেশ করবেন।” বিষয়টি পরে আম্মার নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেন।

আম্মার লিখেছেন, “এদেশে হাদিরা জন্মানো পাপ। হাদিভাই বেঁচে থাকতে কতজন মূল্যায়ন করেছেন? মানুষটা একাই আজাদীর লড়াই করে গেল। দিনশেষে হাদিভাইকে নিয়ে আমার হিংসা হয়! আপনারা জুলাই আমার, জুলাই আমার করে নোংরামি, টকশো, অনলাইনে কাদা ছোড়াছুড়ি করেছেন। আর দেখেন, নিরবে একটা মানুষ আপনাদের ঐক্যের প্রতীক হয়ে উঠল।”

তিনি আরও উল্লেখ করেন, “মূল্যহীন মানুষটার জন্য আজ সবাই মতপার্থক্য ভুলে শহীদ মিনারের সিঁড়িতে বসে গেলেন। কারো কোনো অভিমান নেই, কে আগে বক্তব্য দিচ্ছে আর কে পরে এগুলো নিয়ে কারো অভিযোগ নেই। আজ সবাই কর্মী, আর নেতা শুধু আমাদের ওসমান।”

আম্মার লিখেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদের শাহাদাতের পর থেকে নিজের জীবনে ভারতবিদ্বেষ শুরু হয়েছিল, এবং সেই লড়াই আজ আরও দৃঢ় হয়েছে। “জীবনের শেষ দিন পর্যন্ত আজাদীর লড়াই চলবে,” তিনি যোগ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে