এমটিনিউজ২৪ ডেস্ক : গোলাম আযম জাতির শীর্ষ সন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় বলে প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘গোলাম আযমসহ তার সহযোগীরা যদি জাতির শীর্ষ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে।’
গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “ ’৭১-এর সঙ্গে ’২৪-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নেই।
মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক চিন্তা ভাবনা সবকিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় দিবস আমরা আগে কখনো পাইনি।’
আব্বাস বলেন, ‘আশা করেছিলাম স্বাধীনতার পর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশে গড়ার। আওয়ামী লীগ এসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।
সামনে যে দিনগুলো আসছে—এই নির্বাচনে আমরা আশা করছি, যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
মির্জা আব্বাস আরো বলেন, ‘আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আসছেন আগামী ২৫ তারিখে। আমরা তার সুস্থতা কামনা করছি।’