মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫:২৮

সিঙ্গাপুরে কি অবস্থা ওসমান হাদির? যা জানা গেল

সিঙ্গাপুরে কি অবস্থা ওসমান হাদির? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার তাঁকে সেখানে নেওয়া হয়। গতকাল দুপুর সোয়া ১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়।

হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর ২টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। এর আগে গতকাল সকালে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই এয়ার অ্যাম্বুলেন্স।

হাদিকে গুলির ঘটনার দুই দিন পর গত রবিবার রাতে পল্টন থানায় একটি মামলা হয়েছে। গতকাল ওই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘রবিবার রাতে দায়ের হওয়া মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে গোয়েন্দা পুলিশ তদন্ত করবে। তাদের নথিপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে।’

গত শুক্রবার দিনদুপুরে প্রকাশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাদির সার্বিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ জানিয়ে তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

মেডিক্যাল বোর্ড জানায়, হাদির চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিক্যাল বোর্ড ‘সর্বাত্মক সহযোগিতার’ জন্য প্রস্তুত ছিল। গত রবিবার রাতে সরকার তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়।

সিঙ্গাপুরে চিকিৎসা ব্যয় বহন করছে অর্থ মন্ত্রণালয় : সিঙ্গাপুরে হাদির চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা জানান, সিঙ্গাপুরে হাদির চকিৎসায় যত টাকা লাগবে অর্থ মন্ত্রণালয় তা বরাদ্দ দেবে।

মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’। গতকাল দুপুরে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘হাদির গুলিবিদ্ধ মস্তিস্ক ছাড়া বাকি অর্গানগুলো.... কিডনি, হার্ট এবং ‘রেসপিরেশন’-এ তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। এগুলো বিভিন্ন ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে। এভারকেয়ার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল মিলে তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেয়।  তিনি বলেন, ‘তাঁর জন্য আমরা শুধু দোয়া চাইব। এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে