মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭:৩৯

মনোরঞ্জনে দুজন নারী সঙ্গীও ছিল! হাদিকে হত্যাচেষ্টার তদন্তে নতুন তথ্য

 মনোরঞ্জনে দুজন নারী সঙ্গীও ছিল! হাদিকে হত্যাচেষ্টার তদন্তে নতুন তথ্য

এমটিনিউজ২৪ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনা কয়েক মাসের পরিকল্পিত হামলা বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। কেননা ফয়সাল ও আলমগীরের জন্য গুলি করার আগের রাতে সাভারের আশুলিয়ার একটি রিসোর্টে মোজমাস্তির ব্যবস্থা রাখে মাস্টারমাইন্ডরা। 

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সেখানে হামলাকারীরা অবস্থান করেন। তাদের মনোরঞ্জনের জন্য দুজন নারী সঙ্গীও ছিল।

পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় তারা দুজন রিসোর্ট থেকে বেরিয়ে ঢাকায় আসেন। জুমার নামাজের পর হাদিকে অনুসরণ করে গুলি করে পালিয়ে যান তারা। গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, পল্টন থানায় দায়েরকৃত মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। ডিবি সূত্র জানিয়েছে, সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।

এর মধ্যে গতকাল শুটার ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

 রিমান্ডপ্রাপ্তরা হলেন—ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু ও রিসোর্টে থাকা বান্ধবী মারিয়া।

এর আগে হাদিকে গুলি করার সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে গত রবিবার (১৪ ডিসেম্বর) তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এ ছাড়া এ ঘটনায় অভিযুক্ত দুই হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তার সন্দেহে চারজনকে আটক করা হয়।

এর মধ্যে শেরপুরের বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশলকে (২৮) আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

তাদের দুজনকে আটকের আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশে সোপর্দ করার কথা জানিয়েছে বিজিবি। এদিকে, পুলিশের হাতে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাচার চক্রের সদস্য সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম আটক রয়েছেন।

হাবিবুর রহমান ও মিলন নামে আলমগীরের দুই বন্ধুকে ঢাকার সাভার থেকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, বিজিবি যাদের আটক করেছে তাদের এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। আটকদের সংশ্লিষ্টতা না থাকলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।

উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, দুপুর ২টার দিকে তাকে বহনকারী গালফস্ট্রিম জি-১০০ সিরিজের একটি এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জানা গেছে, চার ঘণ্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছলে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি ও ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল।

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, এয়ার অ্যাম্বুল্যান্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে। আমরা শুধু হাদির জন্য দোয়া চাইব। এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।

এদিকে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে হাদিকে হত্যাচেষ্টার শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, হাদির আশপাশেই থাকতেন কবির। হত্যাচেষ্টার পেছনে কবিরের কী ভূমিকা ছিল, তাৎণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে