মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১০:৩৮

জানেন আজ কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ?

জানেন আজ কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ?

এমটিনিউজ২৪ ডেস্ক : আলুর দাম কমলেও বাজারে চড়া রয়েছে পেঁয়াজের দাম। বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে দেশি পুরোনো ও নতুন (মুড়িকাটা) এবং আমদানি করা—এই তিন ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি পুরোনো দেশি পেঁয়াজ ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি ১২০ টাকা। এ ছাড়া নতুন মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, সাধারণত ক্রেতাদের মধ্যে পুরোনো পেঁয়াজের চাহিদা বেশি থাকে। দেড় মাস আগেও বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু মৌসুমের একদম শেষ পর্যায়ে এসে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তে থাকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসে দাম হয় ১৩০-১৪০ টাকা। এ সময়ে আবার নতুন মুড়িকাটা পেঁয়াজও আসতে শুরু করেছে। কিন্তু পুরোনো পেঁয়াজের দামের প্রভাবে মুড়িকাটা পেঁয়াজের দামও কমছে না।

গত বছরের তুলনায় সব ধরনের পেঁয়াজের দামই বেশি। গত বছর এমন সময়ে প্রতি কেজি পুরোনো দেশি পেঁয়াজ ৯০-১১০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৮০-৯০ টাকা ও মুড়িকাটা পেঁয়াজ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে গত ৭ ডিসেম্বর পণ্যটি আমদানির অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এরপর ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হয়েছে।

রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ বলেন, ‘নতুন অবস্থায় কয়েক দিন আলু, পেঁয়াজের দাম বেশি থাকে, এটা ঠিক। প্রায় মাস পার হচ্ছে, কিন্তু এখনো পেঁয়াজের দাম কমছে না; বরং আমদানি হওয়ার পরও বেশি দামে আমাদের পেঁয়াজ কিনতে হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে