মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৯:৪৯

এবার নতুন নিয়ম চালুর পরিকল্পনা শিক্ষকদের জন্য, যে উদ্যোগ

এবার নতুন নিয়ম চালুর পরিকল্পনা শিক্ষকদের জন্য, যে উদ্যোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য নতুন নিয়ম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। 

তিনি বলেন, ‘অনেক দেশের মতো ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক হতে বিশেষ প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’ পাশাপাশি নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

তিনি বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে। ইতিমধ্যে সব বই হাতে পৌঁছেছে। সব জেলায় জেলায় যাচ্ছে।  

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে এ কথা জানান উপদেষ্টা।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘যে দেশগুলো শিক্ষায় ভালো করছে, সেখানে প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের প্রয়োজন হয়, লাইসেন্স নিতে হয়।

চিকিৎসকরা যেমন এমবিবিএস সম্পন্ন করার পর বিএমডিসি থেকে লাইসেন্স নেন, তা না হলে প্র্যাকটিস করতে পারেন না। শিক্ষকদের ক্ষেত্রেও অনেক দেশে এ নিয়ম চালু আছে। আমাদের দেশে সেটি ভবিষ্যতে চালুর পরিকল্পনা করছি।’ 
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে বেতন কমিশন আছে, তারা বিষয়টি নির্ধারণ করবে।

সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি, যেন এটি কার্যকর করা হয়। আশা করতে পারি, এটি বাস্তবায়ন হবে।’ 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। বিকেলে তিনি বিভাগীয় বই মেলার অনুষ্ঠানে যোগ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে