সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৩:১৬:২২

রায়ে প্রভাব ফেলবে না: অ্যাটর্নি জেনারেল

রায়ে প্রভাব ফেলবে না: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিলের রায়েও মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাইরের কারো বক্তব্যে এই রায়ে প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। মঙ্গলবার মীর কাসেম আলীর রায় উপলক্ষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, মীর কাসেমের মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আমি লিখিত যুক্তি দাখিল করেছি। আশা করি, ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড আপিলে বহাল থাকবে।

তিনি বলেন, বিচার বিভাগের কাজ হলো- সাক্ষী ও তথ্য-উপাত্ত ভিত্তি করে রায় দেয়া। বাইরের কে, কী বলল, সেটি বিবেচনা করার সুযোগ নেই আদালতের। এসব বক্তব্য রায়ে কোনো প্রভাব পড়ে না।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নিম্ন আদালতে যে রায় হয়েছে তা আপিল বিভাগেও বহাল থাকবে এমন কোনো কথা নেই। তাহলে তো আপিল বিভাগ থাকার দরকার নেই।’

এক্ষেত্রে তিনি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও কাদের মোল্লার রায়ের কথা বলেন। সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, উচ্চ আদালতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া কাদের মোল্লাকে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, উচ্চ আদালতে তার ফাঁসির দণ্ড হয়েছিল।

মীর কাসেমের মামলায় রাষ্ট্রপক্ষ যথাযথ ও পর্যাপ্ত তথ্য-উপাত্ত সরবরাহ করতে পারেনি বলে শুনানিকালে উল্লেখ করেন প্রধান বিচারপতি। এজন্য তিনি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরদের ভর্ৎসনাও করেন।

প্রধান বিচারপতির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার সমালোচনা করেন। মীর কাসেম আলীর মামলায় মৃত্যুদণ্ড বহাল থাকা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেন।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে