নিউজ ডেস্ক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
সোমবার সকাল ৭টার পর প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই দফায় শ্রদ্ধা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, আব্দুর রাজ্জাকসহ আরো অনেক দলীয় নেতাকর্মী।
পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে আওয়ামী যুবলীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
১৯৭১ সালের এদিনে তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে) বঙ্গবন্ধু তার ঐতিহাসিক হৃদয়মথিত ভাষণে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। সে পথ ধরেই অর্জিত হয় স্বাধীনতা।
০৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস