বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:২২:২২

তোকে ফিরে আসতে হবে হাদি, ইলিয়াস হোসাইনের আবেগঘন পোস্ট

তোকে ফিরে আসতে হবে হাদি, ইলিয়াস হোসাইনের আবেগঘন পোস্ট

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রয়োজনে জামায়াত নেতাদের পায়ে ধরবো ভাই, তবে তোকে কিন্তু ফিরে আসতে হবে৷ প্লিজ ভাই তুই আবার আগের মতো ফোন করবি, টেক্সট করবি, আবদার করবি, প্রোগ্রামের সুচী পাঠাবি আমি আমার পেইজে শেয়ার দিবো ইনশাআল্লাহ্৷

বৃহস্পতিবার দুপরে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ইলিয়াস হোসাইন লেখেন, ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর ওসমান হাদি তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি দেয়ার পর হাদি ওই পোস্টের লিংক তাকে পাঠান। তার ধারণা, সাদিক কায়েমের মতো শক্তিশালী প্রার্থীর বিপরীতে যেন জামায়াত কোনো প্রার্থী না দেয়—এমন বার্তা দিতেই হাদি লিংকটি পাঠিয়েছিলেন।

ইলিয়াস হোসাইন আরও লেখেন, কোনো কিছু জিজ্ঞেস না করেই তিনি হাদিকে রিপ্লাই দিয়ে বলেন, জামায়াতের সঙ্গে কথা বলবেন, যাতে হাদির আসনে জামায়াত কোনো প্রার্থী না দেয়। এ কথার জবাবে হাদি একটি ‘লাভ’ রিয়েক্ট দেন। এরপর আর কোনো কথা হয়নি। সর্বশেষ যোগাযোগ ছিল গত ৬ ডিসেম্বর।

পোস্টের ইলিয়াস হোসাইন লেখেন, হাদি ভাই, প্রয়োজনে আমি জামায়াতের নেতাদের পায়ে ধরব, তবে তোকে অবশ্যই ফিরে আসতে হবে। প্লিজ ভাই, আবার আগের মতো ফোন করবি, মেসেজ করবি, আবদার করবি। প্রোগ্রামের সূচি পাঠাবি—আমি আমার পেজে শেয়ার দেব, ইনশাআল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে