নিউজ ডেস্ক : রাজধানীর কাফরুলে জানিয়া বেগম জলি নামে (১২) এক গৃহকর্মীর মুখবাঁধা লাশ উদ্ধারের পর লাশ নিয়ে থানা কাফরুল থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার দুপুর ১২টার দিকে এলাকাবাসী লাশ নিয়ে থানায় যায় এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে রাখে। এরপর সেখান থেকে লাশ নিয়ে কাফরুলের ন্যাম কোয়ার্টারের সামনে নিয়ে যায়। সেখানে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ লাঠিচার্জ করলে তারা লাশ নিয়ে কবর দিতে যান।
এর আগে এলাকাবাসী মিরপুরে কাজীপাড়া-শেওড়াপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
কাফরুল থানা পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসী সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিরপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে মানুষ। পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে তারা কাফরুল থানা ঘেরাও করে।
মৃতের স্বজনরা অভিযোগ করেন, মিরপুর-১৩ নম্বরে ন্যাম কোয়ার্টারে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি ভবনের নিচে তার লাশ পাওয়া যায়। জানিয়া যে বাসায় কাজ করত সে বাসার সরকারি কর্মকর্তার ছেলে তাকে অনৈতিক কাজ করার পর হত্যা করে ছাদ থেকে ফেলে দেয়। এ ব্যাপারে মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জানিয়ার পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে চাইলে মামলা নেয়া হবে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, জানিয়ার মৃতদেহ উদ্ধার করা হয় রোববার। তার মুখ ওড়না দিয়ে পেঁচানো ছিল। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। তার ডান হাত থেঁতলানো, বিভিন্ন স্থানে জখমের দাগ ছিল। প্রথমে তার নাম-পরিচয় পাওয়া না যাওযায় অজ্ঞাত হিসেবে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে তার মা ফুলবানু মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
জানিয়ার স্বজনরা জানান, জানিয়ার মা ফুলবানু ওই ভবনের চতুর্থ তলার বাসিন্দা মোহাম্মদ আহসান হাবিবের বাসায় কাজ করতেন। তিনি অসুস্থ থাকায় চার-পাঁচ দিন ধরে ওই বাসায় কাজ করছিল জানিয়া। রোববার সকালে জানিয়া ওই বাসায় কাজ করতে যায়। এরপর এ ঘটনা ঘটে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। বর্তমানে উত্তর ইব্রাহিমপুরে থাকে তার পরিবার।
৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম