শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫:৪৫

বড় সুখবর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে

বড় সুখবর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হবে। এ সংক্রান্ত তথ্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সফটওয়্যার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২২ ডিসেম্বর ঢাকার পলাশীতে অবস্থিত আইসিটি, বুয়েট (সিপিএ ভবন–৬) এ একদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেইল ঠিকানা আগামী ২০ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, নিয়োগ খাতের বরাদ্দ অর্থ থেকে বিধি মোতাবেক ট্রাভেল ও ডেইলি এলাউন্স (টিএ/ডিএ) প্রদান করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার পরিচালক এ. কে. মোহম্মদ সামছুল আহসান জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেয়া হবে এবং আগ্রহী কর্মকর্তাদের তথ্য আহ্বান করা হয়েছে।

এ সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করার লক্ষ্য রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে