ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হতে দেবে না, এ জন্য দেশের মানুষকে পুড়িয়েছে বিএনপি। দেশের মানুষ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোমবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে কেন পোড়ালেন, এর জবাব খালেদা জিয়াকে দিতে হবে। খালেদার মন পড়ে থাকে ‘পেয়ারে পাকিস্তানে’।
তিনি বলেন, আমরা মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বে মর্যাদা পেয়েছে, কিন্তু খালেদা জিয়া–এরশাদ এ ভাষণ প্রচারে বারবার বাধা দিতে চেষ্টা করেছে। বঙ্গবন্ধু জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার চেতনায় গড়ে তোলেন। বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরের শাসনে বাংলাদেশের মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথমে চট্টগ্রামের আ.লীগ নেতা হান্নান প্রচার করেছিলেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় দলের নেতারাও তা প্রচার করেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন।
মঞ্চে উপস্থিত রয়েছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে উদ্যানে জড়ো হতে থাকেন। সকাল থেকে মাইকে বাজানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, দেশাত্মবোধক গান।
৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম