সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪:৫৮

সমমনাদের সঙ্গে বিএনপি’র আসন সমঝোতা চূড়ান্ত

সমমনাদের সঙ্গে বিএনপি’র আসন সমঝোতা চূড়ান্ত

কাজী সুমন: দু’দফায় ২৭২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮টি আসনেও সমমনাদের সঙ্গে সমঝোতা করে মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। আজকের মধ্যেই ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকার ঘোষণা আসতে পারে। 

দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, ঘোষিত ২৭২টি আসনের মধ্যে কয়েকটি মনোনয়ন পরিবর্তন হতে পারে। এ ছাড়া বাকি ২৮টি আসনের মধ্যে ১৫ আসন দেয়া হতে পারে মিত্রদের। দলের নিবন্ধন না থাকায় এসব শরিক দলের কয়েকজন নেতা ইতিমধ্যে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। 

এদিকে আজ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা দিলে পরবর্তীতে এনসিপি, গণঅধিকার ও এবি পার্টিসহ অন্য দলের সঙ্গে সমঝোতা ওইসব আসনে নিজেদের প্রার্থী বসিয়ে দিতে পারে বিএনপি। এ ছাড়া জাপার একাংশের সঙ্গে বিএনপি’র সমঝোতা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। বিএনপি’র একাধিক সূত্র জানায়, গত তিন দিনব্যাপী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় ঘোষিত প্রার্থীদের মধ্যে কয়েকজনকে ডাকা হয়নি। তাদের পরিবর্তে নতুন প্রার্থীদের ডাকা হয়। বিএনপি’র হাইকমান্ডের নির্দেশেই এই পরিবর্তন করা হয়।  

এরমধ্যে ঢাকা-১২, নড়াইল-২, ঝালকাঠি-২, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৬ যশোর-৬ আসনের মনোনয়ন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। চট্টগ্রাম-৪ আসনে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে। যশোর-৬ আসনে রওনাকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল কালাম আজাদকে দেয়া হতে পারে। 

চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন পরিবর্তন হতে পারে। ঢাকা-১২ আসনের সাইফুল আলম নীরবের মনোনয়ন পরিবর্তন হতে পারে। সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি। এ ছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন ছাড় দেয়া হতে পারে। তারা তাদের দলীয় প্রতীকে নির্বাচন করবেন। 

এদিকে দলীয় প্রার্থী দেয়া নড়াইল-২ আসনটিও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের জন্য পুনর্বিবেচনা করতে পারে বিএনপি। এই আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করে জোটের ড. ফরহাদকে ধানের শীষ দেয়া হতে পারে। পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দারকে দেয়া হতে পারে। এদিকে এলডিপিকে চট্টগ্রাম-১৪ এবং কুমিল্লা-৭ এই দু’টি আসনে সমর্থন দিতে পারে বিএনপি। 

এছাড়া ঢাকা-১৭ আসনে বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন জানাতে পারে বিএনপি। লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপি’র সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে। তিনি সমপ্রতি দলবল নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। লক্ষ্মীপুর-৪ আসনেও বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজামের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। 

এদিকে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এরমধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে হিন্দু জোটের দুই নেতাকে মনোনয়ন দিচ্ছে বিএনপি। বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে। 

এসব আসনেও আজ ঘোষণা মনোনয়নের আসতে পারে। ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. আসাদুজ্জামানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ঝিনাইদহ-২ (সদর) গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খানকে ছেড়ে দিতে পারে দলটি। 

পটুয়াখালী-৩ আসনটি  গণঅধিকার সভাপতি ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দিতে পারে বিএনপি। সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসেন কাসেমীকে সমর্থন দিতে পারে বিএনপি। এবি পার্টির সভাপতি মজিবুর রহমান বলেন, জোটের বিষয়ে দু-একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।- মানবজমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে