সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৭:০৬:৪৫

দুই আসামিকে চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান করেছে বিএনপি : প্রধানমন্ত্রী

দুই আসামিকে চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান করেছে বিএনপি : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দুই আসামিকে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  একজন এতিমের অর্থ আত্মসাৎ করেছেন এবং অপরজন অর্থ পাচার মামলার আসামি।


বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আজ সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

গতকাল রোববার বিএনপির চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তার ছেলে তারেক রহমান আবারো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।  তাদের প্রতিদ্বন্দ্বী কেউ হননি।

১৯ মার্চ দলের কাউন্সিলের দিন ভোট হওয়ার সময় ধার্য থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।  

শেখ হাসিনা বলেন, ’৭৫-এর পর জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের হাতে দেশের পতাকা তুলে দিয়েছেন।  এর ধারাবাহিকতা বজায় রাখেন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, নির্বাচন হতে দেবে না, এ জন্য দেশের মানুষকে পুড়িয়েছে বিএনপি।  দেশের মানুষ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।  দেশের মানুষকে কেন পোড়ালেন, এর জবাব খালেদা জিয়াকে দিতে হবে।  খালেদার মন পড়ে থাকে ‘পেয়ারে পাকিস্তানে’।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বে মর্যাদা পেয়েছে, কিন্তু খালেদা জিয়া–এরশাদ এ ভাষণ প্রচারে বারবার বাধা দিতে চেষ্টা করেছে।  বঙ্গবন্ধু জাতিকে ধাপে ধাপে স্বাধীনতার চেতনায় গড়ে তোলেন।  বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরের শাসনে বাংলাদেশের মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথমে চট্টগ্রামের আ.লীগ নেতা হান্নান প্রচার করেছিলেন।  এরপর দেশের বিভিন্ন এলাকায় দলের নেতারাও তা প্রচার করেন।

জনসভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।  

এশিয়া কাপের ফাইনালে সাকিব-মাশরাফিদের রানার্সআপ হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এবার টি-টোয়েন্টিতে আমরা রানার্সআপ হয়েছি।  ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বাংলাদেশ।  খেলাধুলায় বিশ্বে বাংলাদেশ আলাদা পরিচিতি পাচ্ছে।
৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে