মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২:১৩

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে: রিজভী

তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে: রিজভী

এমটিনিউজ২৪ ডেস্ক : অবশেষে দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরা উপলক্ষ্যে বিশাল সংবর্ধনার আয়োজন করেছে দলটি। ওেই সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে বলে প্রত্যাশা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধ কোটির বেশি মানুষ হবে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদশনে করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকার নিরাপত্তা নিয়ে আন্তরিক।

তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে আগে সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন, পরে এভারকেয়ারে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে