এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ প্রায় ১৭ বছর পর বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তাকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্রমতে, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।
তারেক রহমানের এই ফ্লাইটটির অবস্থান জানার জন্য বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এ সার্চ অপশনে ‘BG202’ অথবা ‘Biman 202’ লিখলে মানচিত্রে ফ্লাইটটির বর্তমান অবস্থান, গতি ও উচ্চতা সরাসরি দেখা যাবে। পুরো এই প্রক্রিয়া শুরু হয়েছে ফ্লাইট শুরু হওয়ার পরপরই; অর্থাৎ বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা থেকে।
এছাড়াও FlightAware ও FlightStats-এর মতো অন্যান্য ফ্লাইট ট্র্যাকিং পোর্টালেও ফ্লাইটটির সর্বশেষ স্ট্যাটাস এবং সম্ভাব্য অবতরণের সময় নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এভিয়েশন ডাটাবেজ ও রাডার সিগন্যালের মাধ্যমে এসব ওয়েবসাইট বিশ্বের যেকোনো স্থান থেকে ফ্লাইটের লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে।