এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ দেড় যুগ পর বীরের বেশে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব জল্পনার অবসান ঘটিয়ে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় ফিরলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।ভিআইপি লাউঞ্জের আনুষ্ঠানিকতা শেষ করে বুলেট প্রুফ গাড়িতে করে তারেক রহমান যাবেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (তিনশ ফিট সড়ক) কাছে সংবর্ধনার অনুষ্ঠানস্থলে। সেখানে মঞ্চে উঠে নেতা-কর্মীসহ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তার আগমন উপলক্ষে এ বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট বিমানবন্দরে পৌঁছে ফেসবুকে তারেক রহমান লেখেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!” এর আগের পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
বিএনপির দৃষ্টিতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের রাজনৈতিক অপেক্ষার অবসান। তাকে স্বাগত জানাতে ঢাকায় আসেন লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকরা।